কথা নয় যেন পাখির কূজন
সবুজ বনের মতো মন
ভালোবাসা এসেছে বাতাস হয়ে
নীল আকাশ হয়েছে নয়ন ।।


ঝর্ণার গান শুনে শুনে
আজ মোর ভরে গেছে বুক
মেঘ নয় ও তো মেঘ নয়
পথ ভুলে যাওয়া কোনো সুখ
আলো হয়ে নেমেছে স্বপ্ন বুঝি
কিছু ফুল হয়েছে জীবন ।।


মন ভেঙে যায় উড়ে উড়ে
যাযাবর স্বপ্নের ঝাঁক
বন্ধুর বুকে বন্ধু
ঠিকানা হারিয়ে তার
মোহনাতে হয়েছে সাগর নদী
একা একা রয়েছে দু'জন ।।