যদি ভাবো এতো খেলা নয়
ভুল সেতো শুরুতেই
না ফুটিতেই ফুল যদি ঝরে যায়
কাঁদুক শ্রাবণ এই ফাগুনেই ।।
যদি শোনো হাওয়া কথা বলে
কে জানে সে কার অভিমান
না জ্বলিতেই দ্বীপ যদি নিভে যায়
শুরুতেই হোক অবসান ।।
যদি দেখো নীড় ভেঙে দিতে
যদি আকাশেও ওঠে ঝড়
মনে করো কোনো বালুচরে তুমি
বেঁধেছিল খেলা ঘর ।।