যেমন করে পাখী নীড়কে ভালোবাসে
যেমন করে ঢেউ তীরকে ভালোবাসে
তাদের মতো তুমি আমায় ভালোবেসো
তোমায় ভালোবাসি
ও আমার কাছে এসো
যেমন করে তরী কূলকে ভালোবাসে
যেমন করে অলি ফুলকে ভালোবেসে
তেমন করে যেন তোমায় ভালোবাসি ।।


যেমন করে সুরকে বলে বাঁশি
আমি শুধু তোমায় ভালোবাসি
তাহারই মতো তুমি আমায় ভালোবেসো ।।


শ্যামকে বলেছিলো যেমন করে রাঁধা
তোমার প্রেমে রবো চিরটি দিন বাঁধা
তেমনি করে যেন তোমায় ভালোবাসি ।


যেমন করে দ্বীপকে বলে আলো
আমি শুধু তোমায় বাসি ভালো
তাহারই মতো তুমি আমায় ভালোবেসো ।।