যে আছে দাঁড়ায়ে দ্বারে, বন্ধু বলেছো যারে
কন্ঠে দোলাও তার মালা
আসেনি সে ঝড় হয়ে, এসেছে দখিনা লয়ে
জানে না সে দিতে কোন জ্বালা ।।


বান্ধবী গো তুমি দাও সাড়া দাও
দাঁড়ায়ে রেখো না দ্বারে কাছে ডেকে নাও
জাগাতে ও মুখে হাসি, বুকে তার বাজে বাঁশি
প্রেম তার ফুলো মধু ঢালা ।।


অন্তরে গো মিছে দ্বিধা কেনো আর
আলোতেই হোক তবে মধু অভিসার
কি কথা বাজে ও প্রাণে, জানে তা পরাণে জানে
আঁখিতে যে মণি দ্বীপ জ্বালা ।।