হয়তো কিছুই নাহি পাব
তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো
যদি ওগো কাঁদে মোর ভীরু ভালোবাসা
জানি তুমি বুঝবেনা তবু তারই ভাষা,
তোমারই জীবনে কাঁটা আমি কেন মিছে ভাবো
ধূপ চিরদিন নীরবে জ্বলে যায়
প্রতিদান সেকি পায় ।
ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি
আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি
পাবারই আশায় তবু ওগো কিছু নাহি পাবো !!