গুন গুন গুন মন করুক না
সুর ধরুক না
ঝরে যদি ঝরে ফুল ঝরুক না,
ঝরুক না ।।
বৌ কথা কও, কও কথা কও পাখি ডাকে ওই
যে বোনাই কি কথা কইবে সে
কেনো জ্বালা আর জ্বালা প্রাণ সইবে সে
কুমারী যে তাকে শুধু শুনি
ডেকে ডেকে মরে যদি মরুক না ।।
এই ভালো একলা তো আছি বেশ
ভালোবাসা কাকে বলে বুঝি না
মনের মানুষ তাই খুঁজি না
সোনালি রোদ কি ভুলে আমার আকাশ
মেঘে মেঘে ভরে যদি ভরুক না ।।