ঘুম মাঝি ঐ হাল ধরেছে ময়ূর পঙ্খী নায়
তাতে চড়ে খোকন আমার ঘুমের দেশে যায় ।।
তেপান্তরে ছুটবে এবার খোকার পঙ্খিরাজ
দুষ্টু খোকন দস্যি খোকন হলো লক্ষ্মী আজ
তবে কি আজ যাবে খোকন নীল পরীদের গাঁয় ।।
যদি কভু রাজার সাথে খোকার দেখা হয়
তখন দুয়োরানীর ছেলে দেবে কিসের পরিচয়
রাজার ছেলে হয়েও খোকন রাজার ছেলে নয় ।
পথ চেয়ে যে বসে থাকে দুযোরানী রোজ
তবু রাজা নেয় না এসে নিজের ছেলের খোঁজ
এই অবুঝ দুয়োরানী শুধু ব্যথা পায়
শুধু খোকনকে সে আগলে রাখে স্নেহের আঁচল ছায় ।।