একটু পরে গেলেও তোমার ক্ষতি কি
হাস্নোহানা হেনা এখনই ফুটবে
সবুজ নরম ঘাসে একটু বসো পাশে
ময়ূরী কন্ঠি তারা এবারই উঠবে ।।


এসো মুখোমুখি বসে দু'জন
শুনি বেলা শেষের পাখির কূজন
মোল মহুয়ায় মৌমাছি যে এসে
গুনগুন করে মধু যে লুটবে ।।


ওই দু'চোখ তোমার স্বপ্নে ভিজে
আজ লাগছে তোমায় মধুর কীযে
মন বদলের এমন লগ্ন
আর কি জীবনে কখনো জুটবে ।।