একটি কথাই লিখে যাবো শুধু
জীবনের লিপিকাতে
তুমি যে আমার তুমি যে আমারই ওগো
অশ্রু আখরে লিখে যাবো আমি
চির বিদায়ের আগে
জীবনের শেষ পাতে ।।


রবো না যেদিন তবো পাশে আর
ভুলেও যদি ডাকো কভু একবার
মনে পড়ে যায় কোনো অবসরে
সেই লিপি খানি হাতে
একটি কথাই খুঁজে পাবে তুমি
তারই প্রতি পাতে পাতে ।।


আজ নয় ওগো বুঝিবে সেদিন
রহিবে যখন একা
কতো ব্যথা আর অভিমান
এই লিপিকাতে আছে লেখা ।


কাহিনীর মতো যারে মনে হয়
সেতো শুধু ওগো কল্পনা নয়
ভেবে দেখো সেতো জীবনে তোমার
ছিলো যে তোমারই সাথে
একটি কথাই লিখে গেছে তবু
স্মরণের লিপিকাতে ।।