এই জীবনটা যেনো এক পান্থশালা
আর মনটা যে সাকী
ভালোবাসা সেতো এক ক্ষণিকের মুসাফির
দেয় শুধু ফাঁকি, সে দেয় শুধু ফাঁকি ।।


সবাই যে নিতে আসে
আনন্দ ভালোবাসে
আঙুরেরই লাল রসে
ছলোছলো হয় আঁখি ।।


সারারাত মাইকেল গান আর উৎসব
আলো ঝলোমল
ফিরেও দেখে না কেউ আমার চোখের এই জল ।


যে যার মতন হেসে চলে যায়
চলে যায় হায় চলে যায়
যে যার মতো চলে যায় রাত শেষে
ঝরা সে মালার মতো হাসি পড়ে থাকি ।।