বাঁশিতে ডাকে কালা বলে এসো রাই
ললীতা বেশাখা বল,
বল তোরা বল সখী কি করে যাই
ও বাঁশি অবুঝ বড়, বলে এসো রাই ।।


কতো কথা বলে লোকে
কি করে বোঝাই ওকে
যেতে গেলে প্রতি পদে
বাঁধা শুধু পাই
প্রতি পদে চাঁদ জাগে
চেয়ে দেখি তাই ।।


ওই চোরা পোড়া বাঁশি
চল গিয়ে ভেঙে আসি
না না এভাবে ভালোবেসে
আর কাজ নাই ।।


ফোটে না তো কথা মুখে
বড় ব্যথা বাজে বুকে
সয়না এ জ্বালা তাকে
বলে দিতে চাই ।।