আর কতো রহিবো শুধু পথ চেয়ে
আমার আকাশ হয়না তো নীল
মেঘে মেঘে রয় খিল ।।


বকুলের মুকুলে নেই কেনো গুনগুন
মাধবীর স্বপ্নে আসে না তো ফাল্গুন
কিসের আশায় তবু জেগে রই
বেদনারই গান গেয়ে ।।


হাসি ভুলে আর কতো কাঁদি
বালুচরে মিছে ঘর বাঁধি ।


অবহেলা পেয়ে আমি আঁখি জলে সিক্ত
অসহায় এই আমি কতো যেনো রিক্ত
ঝরের আঘাতে হাল ভেঙে যায়
খেয়া তবু যাই বেয়ে ।।