আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙে রঙে এ জীবন ভরে দিল সে ।।
পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছি শুধু আলো আশাতে
আজ মন জাগে যেন ভালোবাসাতে
কাছে ডাকো কথা রাখো, নয় ভোলো লাজ ।।
আকাশের রঙ ঐ নীলাভো
এতো খুশি কাকে আর বিলাবো
আজ তুমি আমি একই সুরে মিলাবো
মন ভোলে সুর দোলায়, তুমি দোলো আজ ।।
স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিনক্ষণ গেছে কাল গুণে যে
আজ এলে তুমি এই ফাল্গুনে যে
কাছে এসে ভালোবেসে, মুখ তোলো আজ ।।