আমার সূর্যমুখী তোমার মুখের পানে
শুধু ওগো চেয়ে চেয়ে থাকে
তোমার সূর্য তবু আমারে দেয়না দেখা
মেঘে মেঘে আলো তার ডাকে ।।
আমার হৃদয় লয়ে শুধু ওগো করো খেলা
তাই তো অলখে থাকো লুকায়ে
দিলে তুমি অবহেলা তাই যেনো কেঁদে কেঁদে
আঁখিতে অশ্রু গেছে শুকায়ে
তবু দাও না তো সাড়া মোর ডাকে ।।
সাথী হারা ব্যাকুলতা বাতাসের সুরে কাঁদে
কী যে চায় সেতো তুমি জানো না
সে আড়াল আমি সহিতে পারিনা ওগো
আমি যে তোমারই সে তো মানো না
মোর হাসি তবু ব্যথা ঢেকে রাখে ।।