আমার মাথার উপর আকাশ রে ভাই
পায়ের নীচে পথ
মনের সুখে বেড়াই ঘুরে আমি পথিক বেশে
খোঁজ রাখি না কীযে পেলাম
এই দুনিয়ায় এসে ।।
বল রে আমার দুঃখ কিসে
সবার সাথে মিলে মিশে
আমার মানুষ জনম কাটে যেনো
মানুষ ভালোবেসে ।।
ভবের হাটে মন নিয়ে ভাই
করবো বেঁচা কেনা
কোনোদিনও রাখবো না ভাই
কারো কাছে দেনা ।
থাকতে যে চাই সবার মাঝে
লাগি যেনো সবার কাজে
আমার ভুলে যদি পায় ব্যথা কেউ
মাফ করে ভাই হেসে
যেনো মাফ করে ভাই হেসে ।।