আমার দুয়ারখানি বাতাস এসে দেয় যে খুলে
বন্ধু আমার এলো কিনা দেখি নয়ন তুলে ।।


একি স্বপ্ন একি মায়া কেনো শুধু মনে হয়
কাজ ফুরালো সাঁঝের ছায়ায় ভরে এ হৃদয়
কে জানে কিভাবে মন, মনের ভুলে ।।


কুলায় ফেরে বলাকারা পাখার ছায়া ফেলে
দিন ফুরালো অস্ত রাগের স্বর্ণ আবীর ঢেলে ।


এই লগ্নে আনমনে শুধু ভাবি বারে বার
পথ চেয়ে আজ নাহয় কাটুক প্রহর আমার
সেই প্রীতিও আসবে কখন আমার কূলে ।।