বোলো না তো আর
ভুল ছিলো কার
কী লাভ সে সব নিয়ে করবে বিচার? ।।
সন্দেহ সংশয়
খুব বেশি ভালো নয়
ভেঙে যায় মন হলে ভেতরেতে ক্ষয়
মেলে কি হিসাব সেই দু’য়ে দু’য়ে চার! ।।
এক হাতে খালি খালি
বাঁজে কি কখনো তালি ?
দু’জনেই ডুবে গেছি এ যে চোরাবালি
দেখিনি পায়ের নিচেই ছিল যে হার ।।