ভালোবাসা কাকে বলে তুমি বোঝালেে
এত ছলনায় মুগ্ধতা তুমি ছড়ালে
জব্দ জীবন স্তব্ধ হলো
কষ্টের সাথে গেঁথে কষ্ট কে (তুমি) মালা পড়ালে ।।


আগুন নাকি জল?
হয় প্রেমের ফল
বুকে চোখে তাই কি গো ধরালে
বুকে চোখে তাই কি গো জ্বালালে ।।


খেলতে খেলতে তুমি পাকা খেলোয়ার
প্রমান তো করে দিলে আজকে আবার !


ব্যথায় নাকি সুখ!
কেউ বা ভাঙে বুক
প্রেম পরিণাম পায় আড়ালে
ভালোবেসে হাতটাকে বাড়ালে ।।