তুমি নাকি আমাকে কাঁদাতে চাও?
আষাঢ় কে রেখেছি শ্রাবণ কে ডেকেছি
দু’চোখে ধরেছি তো  বর্ষাও ।।


পুরনো সে স্মৃতিগুলো যত পড়লাম
আগ্নেয়গিরি আমি  বুকে  ধরলাম
বিরহের বীজ যত মনের মাটিতে পুঁতে দাও ।।


ভালোবেসে দিয়েছো যে বড় ভালো ’বর’
হবে ঠিক একদিন বুকটা পাথর
কাঁদবই জল শেষে আসে গো যদি রক্ত ফোঁটাও ।।