শুনলে আমার কথা
তুমি নাকি আজকাল চটে যাও?
কতটা খারাপ ছিলাম আমি
সে কথাই তুমি নাকি রটে যাও? ।।


তোমার পাগল হয়ে
ঘুরেছি তো দিন রাত
মন বসতো না আর কোন কাজে
তাই কি বলেছো-আমি খুবই বাজে?
আমি বলি বলেছো ভালো- মোটে তাও ।।


সমালোচনাটা যতই তুমি করো
অগোচরে তবু তো আমাকে স্বরো
আমি বলি তবু তো
নামটা আমার
তোমর ও মিষ্টি ঠোটে নাও??  ।।