বন্ধু ও তোর প্রেমের এমন কারিগরী
সব)পর করিলাম ঘর ছাড়িলাম
গলায় দিতে দড়ি ।।


আমারি মন আমারি প্রাণ
দেয় না আমায় ঠাঁই  
আমার আকাশ আমার ঘুড়ি
বন্ধুর হাতেতে লাটাই!
সই আমি তোর হাতের পুতুল
ঘোরাস যে তুই ছড়ি ।


অশ্রু জলে সাঁতার কাটি
পাড়ের দেখা নাই
হাল ভাঙা এ নৌকা আমার
কেমনে উজানেতে যাই ।
বন্ধুর খোঁজে অজানাতে
ভাসাইলাম রে তরী…।।