তুই ছাড়া এই রাত হবে না রে ভোর
ফিরে আয় ফিরে আয়
তোকে কাছে পেতে চায় বুকের পাঁজর ।।
তুই ছাড়া কাটবে না রে মনের ধকল
মেঘেরা করেছে আজ আকাশ দখল
ঢেকে গেছেে ঐ জোৎস্না
কাছে এসে তুই বোস না, করি হাত জোড় ।।
তুই ছাড়া জীবনের যেই পরিণাম
মৃত্যুই দিতে যে পারে শুধু তার দাম
কি যে এসে যাবে তাতে
কেঁদে কেঁদে ফুল হাতে
ভিঁজিয়ে রাখিস যদি আমার কবর ।।