টিপ টিপ ঝিরঝির বৃষ্টি
তোর মুখ ছুয়ে দেয়
তোর চুল ধুয়ে দেয়
আহ কি মিষ্টি!
আহ কি মিষ্টি!...


চোখের পাপড়ি ভেঁজা
ঠোঁটের দু’তীর ভেজা
আহা অপরুপ কি সৃষ্টি!
আহ কি মিষ্টি!...


তোর খোলা পায়ে কাঁদা
লেগে হয়ে আছে সাদা
ফেরানো যায না দৃষ্টি!
আহ কি মিষ্টি!...