সব কিছু ছুঁড়ে ফেলে তুমি
হয়তো আসতে পারবে না
নিজের ভুলটা বুঝতে পেরেও
নিয়তিকে তুমি ছাড়বে না ।।


প্রতি পলে প্রতি ক্ষণে ক্ষণে
আমাকে পড়ে তো জানি মনে
ভুলেও ভুলতে পারবে না
আমার কাছে তবু হারবে না ।।


হযতো বুঝেছো ব্যবধান
মনেও জেগেছে কলতান
জানি তবু তুমি পারবে না
তারও সুখ তুমি কাড়বে না ।।