তোর চোখেতে রাখিতে চোখ
মন ধরেছে বায়না
বন্ধু আমার সাহসে কুলায় না ।।


তোর রুপের ছটায় পোঁড়ে যদি চোখ
অন্ধ হবার ভয়ে আমার এক পা পেছায়
আর এক পা আগায় না ।।


ভালোবাসি বলতে নারি
বুক ভাঙা ঢেউ নদীর পাড়ি
কেমনে দেবো অথই সাঁতার
আজো )কূল দরিযার পায় না ।।