তুমি)চোখের যাদু যতই করো
পাগল আমি হবো না
জেনে শুনে প্রেম আগুনে
ঝাঁপ দিতে পারিবো না ।।
বন্ধু)যতই আমার নাও রে মনে
তোমায় মনে নেবো না ।


আমি)তাল গাছের মাথা দেখুম
কদম গাছের পাতা দেখুম
তবু)তোমার চোখ দেখিবো না ।।
আমার মনের যতো ব্যথা
পাখির সাথে ক’বো কথা
তবু)তোমার সাথে ক’বো না ।।


তুমি)তাবিজ কবজ যতই করো
যত কবিরাজই ধরো
তোমার পান পড়া যে খাবো না
তোমার ফান্দে তে পা দেবো না ।।