মিছেমিছি দাঁড়িয়ে থাকা
ভিড়বে না জেনেও
ফিরবে না জেনেও
তোমার পথের দিকে দু’চোখ রাখা ।।
আমার তো কিছু নেই এই মন ছাড়া
ডাকলে এখন তাই দাও না তো সাড়া্
মনের তো নেই দাম
এই সেই পরিণাম
আজকে প্রেমের বুলি শুধুই ফাঁকা ।।
হেরে যায় প্রেম নাকি মরে যায় প্রেম
হৃদয় নিয়ে কেউ কেউ খেলে যায় গেম
দেইনি তো অভিযোগ
নিয়েছো সে সুযোগ
ঘুরালে তাই কি গো মনের চাকা ।।