কত আর জল ধরে ছোট দু’টি চোখে
নদীও শুকায় সাগর না পেলে শোকে ।।


মেঘেরাও মরে যায় কুঁয়াশার ভীড়ে
শীত নামে পৃথিবীর এই বুক চীরে
শুকতারা কেঁদে ওঠে হয়তো অলখে ।।


আকাশটা মেঘহীন হয়ে যায় বোবা
গাঢ়নীল বেদনায় কেউ দেখে শোভা
পাথর হলেও চোখ বলবো না তোকে ।।