তুমিও তো লিখেছো গান!
শুধু ছন্দটা ব্যথা ভরা
কষ্টের সুর করা কম কি সে
আমার জীবনে সে তোমার বড় অবদান!


আমাকে কাঁদিয়ে তাই বেহাগ সুরে
লিখে যাও যত পারো হৃদয় খুঁড়ে
তুমিও তো পারো! বলুক না লোকে যতই পাষান ।।


তোমাকে জানিয়ে তাই যাবো গো  উড়ে
কোন দিন ফিরবো না হৃদয়পুরে
চলে যাবো তত দূরে চাও তুমি যত ব্যবধান ।।