একটি কথাই/ তোকে বলি বার /বার
একটি কথাই /তোকে বোঝাই আ/বার
নেই কোন পথ /তোকে ছাড়া বাঁচ/বার ।।


চোখ আছে তুই /ছাড়া
নেই কোন দৃষ্/টি
মেঘ আছে বুক/ ভরা
তুই চাইলেই /বৃষ্টি
মন আছে তুই/ ছাড়া নেই অনু/ভুতি তার ।।


তুই ছাড়া অন/তরে
পাই না তো ব্যথা্/ও
মুখ আছে তুই/ছাড়া
আমি বলি না তো/ কথাও
তুই ছাড়া নেই/সুর কোন গান / কবিতার ।।