এসো একসাথে দু’জনেই পুঁড়ি
আমাকে কাঁদিয়ে যদি
তোমারো ইচ্ছে করে
স্মৃতীময় পথে আজ চলো তবে ঘুরি ।।


যদি মনে হয় ভুল ছিলো
তুমি দিতে পারো সে মাসুলও
তবু পারবে কি ছাড়তে স্বপ্নপুরী? ।।


যতই যত্ন আজ করো
দু’চোখে যতই জল ধরো
ফুল ফুঁটবে না জাগবে কষ্টকুঁড়ি ।।