বুক পকেটে রাখা ছবিখানি তার
ঝাঁপসা হলেও আজো কবিতার
শব্দে জ্বলজ্বল করে তার মুখ
তাকে নিয়ে কবিতা লেখাই
আজ বুঝি গো হয়েছে আমার অসুখ!
হয়তো ভুলেই গেছে সে এতদিনে
নতুন জীবন পথ গেছে আজ চিনে
আমি তো আগের মতই শুধু তাকে বিনে
চাইনি আমি একাকি সময় কাটুক ।।
আমার চোখেতে ঝরা অশ্রু ফোটা
চায় না তার কাছে মনের কোটা
আগুন নেভাতে শুধু আমার ছোটা
জল ঢালি যে চোখে দেই কবিতায় ফুঁক ।