বন্ধুয়া পিরিতের চুম্বক
আমি হইছি লোহা জানি
অন্তর লইয়া বন্ধু আমার
করে টানাটানি গো করে টানাটানি...
বন্ধু আমার উত্তর-দক্ষিণ
শিথান আর পৈথান
আর কোন দিক যাই না আমি
মারিল কি বান?
সই রে তোমার গোপন কথা
সবাই করে কানাকানি ..
কি অসুখ হইলো প্রাণে
সই গো আমায় শুধুই টানে
মন থাকে না বুকের ভিতর
যায় ছুইটা যায় বন্ধুর পানে ।
বন্ধুয়ার যাদু চৌদিক হইলো জানাজানি ..