আমি আকাশ কে দিয়েছি যুক্তি
”মেঘ আর ভাসাতে হবে না”
দু’ চোখে ঝরাবো বৃষ্টি করেছি এমনি ’উক্তি’ ।


আমি কাঁদলেই নাকি ভালো থাকে সে
আমার কষ্টে প্রিয়া অনেক হাসে
সেই কোলাহল শুনলে কেবল  পাবো  যে আমি মুক্তি ।।


আমি পুঁড়লেই ভালো লাগে তার
তাই তো হৃদয় পুঁড়ি বার বার
আমাকে পোঁড়াতে আগুনের সাথে করেছি আমি চুক্তি !!