আমার লেখা এই শেষ গান
অশ্রু দিয়ে ভেঁজা প্রতিটি শব্দ
তোমাকে না পাওয়ার ব্যথার স্রোতে বহমান ।।
বুকের অনলে পোঁড়া
আমার এ চোখ জোড়া
কেঁদে কেঁদে তোমাকে করে আহবান
ফিরে এসো প্রিয়তমা নইলে ছুঁড়ে দাও মৃত্যুর বাণ ।।
তুমি ছাড়া উদ্ভট
এই মন করে ছটফট
হতাশার কুঁয়াশায় দৃষ্টি হয় বুঝি ম্লান
তুমিহীনা জীবন ভাবতেই বুকটা ভেঙে হোলো খান খান ।।