আজো কি কিছু মনে পড়ে না ?
ভাসা ভাসা মুখ তার
পাষাণ যে বুক তার
তাই কি স্মৃতীও সে ধরে না? ।।
হয়েছে আমারি ভুল
তার হাতে দিয়ে ফুল
বলেছি প্রেম কভু মরে না
বলেছি মন তবু ভরে না ।।
ছাঁপিয়ে চোখের কূল
ভেসে যায় সব ভুল
মন থেকে তবু তো সরে না
তার চোখ তবু কি ঝরে না ? ।।