এই আছি বেশ আমি তোমাকে ছাড়াই!
খুব বেশি যদি মনে পড়ে
হয়তো থাকি না আর ঘরে
দুটি পথ গেছে দু’দিকে যেখানে সেখানে দাঁড়াই ।।
দূরের আকাশ দেখি চোখ দুটি মেলে
দু’টি কথা বলি আমি দোয়েলকে পেলে
ধানের ক্ষেতের পাশে
আঁকাবাঁকা খাল আছে
তারি পাড় ধরে হঠাৎ হয়তো আবার হারাই ।।
তাঁরার কবিতা লিখি রাত এলে পরে
ঝাঁকে ঝাঁকে জোৎস্নারা ঝরে যদি ঝরে
পুকুরের পাড়ে বসে
হয়তো স্বভাব দোষে
বামন হয়েও আমি চাঁদ ছু’তে হাতটা বাড়াই ! ।।