লাল চশমা পড়ে চোখে দুনিয়াটা দেখছো লাল,
রোমিও সেজে তুমি পথে ঘাটে ঘুর যে মাতাল।।
রঙ্গীন চশমা পড়ে চোখে দুনিয়া দেখছো রঙ্গীন,
জুলিয়েট সেজে তুমি স্বপ্নের ঘোরে কাটে যে দিন।।
ভালোবেসে কাছে টেনে দূরে যে দাও ঠেলে,
মিছে প্রেমের অভিনয়ে বলো না কি পেলে?


তোমায় আমি ভালোবাসি তা কি তুমি বোঝ না,
তোমার জন্য কাঁদে যে মন তা কি তুমি দেখো না।।
থাকতে যে চোখ অন্ধ হয়ে, থাকতে যে কান বধির,
বুঝেও সব না বুঝার ভান, আমিই সাজাই নীড়।।
ভালোবেসে কাছে টেনে দূরে যে দাও ঠেলে,
মিছে প্রেমের অভিনয়ে বলো না কি পেলে?


তোমায় খুঁজি দিনে-রাতে, চাঁদ-তারা সুর খেলতে,
ঘ্রাণ যে ফুলের ছড়িয়ে দেই আসো না আর মিলতে।।
থাকতে যে মন মনেতে নাও, বুক থাকিতে বুকে,
আসি-আসি বলে সখি আসো না তো দুঃখে।।
ভালোবেসে কাছে টেনে দূরে যে দাও ঠেলে,
মিছে প্রেমের অভিনয়ে বলো না কি পেলে? ঐ


শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৭ শ্রাবণ ১৪২৪, ২২ জুলাই ২০১৭