আমি তোমার কৃষ্ণ বন্ধু
মোঃ বুলবুল হোসেন


আমি তোমার কৃষ্ণ বন্ধু তুমি আমার রাধা,
বেঁচে থাকলে দেখা হবে থাকবে না  বাধা।


বাঁচি নাগো মমতাজ ত্রি ভুবনে বাঁচি না
মমতাজ নামক তোরে আমার রয়েছে লেখা।
আমি তোমার কৃষ্ণ  বন্ধু তুমি আমার রাধা,
বেঁচে থাকলে দেখা হবে থাকবে না  বাধা।


আমি হলাম চন্দ্রিদাস গো তুমি রজকিনী
প্রেমের খেলার জমে রবে ঐ দিন রজনী।
আমি তোমার কৃষ্ণ বন্ধু তুমি আমার রাধা,
বেঁচে থাকলে দেখা হবে থাকবে না  বাধা।


তুমি শিরি আমি ফরহাদ দিবানিশি কথা
আমি তোমার কৃষ্ণ  বন্ধু তুমি আমার রাধা,
বেঁচে থাকলে দেখা হবে থাকবে না বাধা।