জনম রেখে আশার ফাঁসে দেখি ফিরে ফিরে -
আসবো বলে কুটুম পাখি এলো না আর নীড়ে!
পথে পথে দিন রজনী
নিঃস্ব করে চোখের মনি
তারেই খুঁজি হরেক গাছে কিশলয়ের ভিড়ে -
জনম রেখে আশার ফাঁসে দেখি ফিরে ফিরে -
আসবো বলে কুটুম পাখি এলো না আর নীড়ে!
ভাদর মাসের কাজলা বিলে
মেঘের যেমন ছায়া,
হলুদ রাঙা মুখটিতে তার
তেমন ছিলো মায়া।
কতো বচন কতো গীতি
দুঃখ সুখের তেজাল স্মৃতি
নিতুই স্মরি নিরজনে নয়তো নদীর তীরে -
জনম রেখে আশার ফাঁসে দেখি ফিরে ফিরে -
আসবো বলে কুটুম পাখি এলো না আর নীড়ে!