জীবন গাড়ি থমকে গেলে
চলবে না সেই গাড়িটা
আপন স্বজন ঠেলবে গাড়ি
মানুষ ভরা বাড়িটা।


এমন ঘরে রাখবে সে ঘর
সাড়ে তিন হাত লম্বা
রেডিমেড এক খাট বানাবে
নিচে বাঁশের খাম্বা।
কেউ পাবে না খুঁজে আমার
শক্ত হাতের নাড়ি টা।


যতন করে মাটি দেবে
ধরবে আগুন গায়ে
কাঁদবে সেদিন শুভাকাঙ্ক্ষী
আমার ডানে বায়ে।
একটু পরে কেউ রবে না
থাকবে ভাঙ্গা হাড়ি টা।


বরিশাল
১৮/১০/২৪