আজকেই গানের পাতায় যোগ দিলাম।


মনে কিছু প্রশ্ন উঁকি দিয়ে যাচ্ছে  - গানের পাতায় গীতি কবিতা প্রকাশের জন্য
মাত্রা ও ছন্দের উল্লেখ কি বাধ্যতা মুলক ?


পোষ্টে যদি কোন ভুল (মাত্রা এবং ছন্দে) থাকে তবে কি সেই পোষ্ট বাতিল হবে ?


এই বিষয়ে মোহাম্মদ রফিকউজ্জামান মহাশয়ের একটি শিক্ষনীয় পোষ্ট দেখলাম, পড়লাম, এব্ং মনে রাখার চেষ্টা করছি।


খুব ভালো লাগছে এমন একটি বিভাগ উপস্থিত করার জন্য।


প্রিয় এডমিনকে এবং অন্যান্য বন্ধু যাঁরা ইতি মধ্যেই গীতি কবিতা পোষ্ট করেছেন
আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।