ভোরেরও হাওয়া এসে জানালো আমায়
তুমি এসে ফিরে গেছো ভীরু পায়ে পায় ।।
শেষ রাতে আমি হয়তো কখন
তোমারই ভাবনা নিয়ে হয়েছি মগন
তারপর ঘুম এসে সহসা যেন
চেতনার ছোঁয়াগুলো মুছে নিল হায় ।।
এই ভোরে আমি ভাবছি এখন
আমারই স্বপ্নে তুমি ছিলে উন্মন
ঘুম ভেঙে তাই তুমি সহসা বুঝি
বেদনার ফুল এনে দিয়েছো আমায় ।।