তোমার ওচোখে বিন্দু বিন্দু জল
গড়ে যদি সীমাহীন সাগর অতল
আমি সে সাগর জলে ভাসবো ।।
সে সাগর জলে প্রেম যদি জাগে
তরঙ্গ হয়ে আমি দুলবো অনুরাগে
ঢেউয়ের তালে তীরে আসবো ।।
দু'চোখের দৃষ্টিতে যদি ঝরে বৃষ্টি
নিরাশার মাঝে আশার হয় সৃষ্টি
সেই বৃষ্টিকে ভালোবাসবো ।।