শ্রাবণের ঝরো ঝরো তারা জল ছন্দে
মনের ময়ূরী পাখা মেলেছে আনন্দে ।।


মেঘেরো কাজল আঁকা সুদূরো বনের শিরে
তন্দ্রা গভীর ছায়া নেমে আসে ধীরে ধীরে
বাতাস ব্যাকুল হলো কেতকীর গন্ধে ।।


বরিষনে থৈ থৈ পথ ঘাট একাকার
অথৈ ভাবনা মনে দোলা দেয় বার বার
আশা আর নিরাশার অশান্ত দ্বন্দ্বে ।।