সবুজ স্বপ্নে নব দিগন্তে
নতুন দুয়ার খুলেছি
নতুন আশার ফুল ও ফসলে
প্রান্তর ভরে তুলেছি ।।
উজ্জ্বল দিনে ব্রত বিভঙ্গে
দ্রীপ্ত মনের প্রতি তরঙ্গে
নতুন দিনের নতুন পৃথিবী
আমরা গড়তে চলেছি ।।
শান্তি সুখের সকল বিঘ্ন
বাঁধার কুয়াশা করবো ছিন্ন
সৃষ্টিরো সেই উল্লাসে সব
বিপদ শঙ্কা ভুলেছি ।।