সাতটি দিনের সপ্তডিঙায়
সাত নদী হয়ে পার
রূপকথা এই স্বপ্নের মতো
এলো আজ রবিবার ।।
মনে মনে কতো খেলাঘর গড়া
শূন্যকে নিয়ে কল্পনা করা
তবু ভাবি রবিবার যেন
সব কিছু ভুলবার ।।
কাছে পেয়ে আজ ভালোবাসি যাকে
কিছু কথা তাকে বলবো
দূরে যে রয়েছে চিঠিখানি তার
কবিতা ভরে তুলবো ।
একমুঠো দিন একরাশ আশা
ক্লান্ত কামনা হারালো যে ভাষা
তবু আরো এক রবিবার খুঁজি
অবসর বার বার ।।