রাত ঘুম ঘুম চাঁদ নেই
জ্বলে শুধু জ্বলে রুপালী তারা
বাতাসে রুমঝুম সুর নেই
তবু আমি তবু আবেশ হারা ।।
কাননে আজও আবেশে বকুল কতো ঝরে
হৃদয় আমার এতো যে মাধুরীতে ভরে
চিনেছি আমি জেনেছি জীবনে
কে বা আছে বলো তুমি ছাড়া ।।
চাঁদ যদি নাই বা ওঠে তবু ঐ তারা সারারাত জেগে রবে
তোমার আমার মাঝে এই নিরবতা চুপি চুপি কথা কবে ।
জানিনা আমারই মতো তুমি ভাবো কিনা
হৃদয়ে মধুর আবেশে দোলা লাগে কিনা
জানো কি তুমি জানো কি কেন যে
সারা নিশি আমি ঘুম হারা ।।