পাশে ছিলে বলে প্রেম এলো আমার জীবনে
তুমি আছো তাই সুর আছে মোর গানে ।।


আলোর পিয়াসী আমি
তাই হই দিশাহারা
জীবন দিশারী ওগো
তুমি মোর মেরু তারা
কতো না মনের মাধুরী গলে
আমায় সাজালে যতনে ।।


প্রজাপতি তুমি মোর
আমি ফুল রেণু
আমি তব সুর প্রিয়
তুমি মোর ধেনু ।


জীবনে আমার এলে
নব নব পরিচয়ে
কখনো বন্ধু রূপে
কখনো বা সাথী হয়ে
সদাই ভরেছো হৃদয় মমো
তোমার আশীষ জানে ।।