অনেক কথা হলো বলা
এবার আমায় যেতে দাও
আরও কিছু যদি জানার থাকে
আঁখির ভাষায় বুঝে নাও ।।
না বলা কথা যদি কিছু রয়
হয়তো বলা হয়নি লাজে
না-ই বা শুনলে ওগো সে কথা
থাক না আমারই মনো মাঝে
অভিমান ভুলে মুখ তুলে ফিরে চাও ।।
কথার ছলে তোমার কাছে
বারে বারে আমি আসবো
নয়নেতে গোপন যা রয়ে যায়
বুঝলে তবে ভালোবাসবো
অপরাধ যদি হয়ে থাকে ভুলে যাও ।।